মুলতানের প্রথম দিন ব্যাটারদের জন্য হয়ে ওঠেছিল বধ্যভূমি। সারাদিনে দুই দলের মিলে পড়েছে ২০ উইকেট। তার ১৬টি নিয়েছেন স্পিনাররা। ফিফটি বলতে ১টি, গুড়াকেশ মোটির।
এর বাইরে লড়াই বলতে ওয়েস্ট ইন্ডিজের লেজের তিন ব্যাটারের। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে ৮ উইকেট হারিয়ে বসে ক্যারিবীয়রা। সেখান থেকে সফরকারীদের প্রথম ইনিংসে ১৬৩ রানের স্কোর এনে দেন শেষ তিন ব্যাটার মোটি (৫৫), কেমার রোচ (২৬) ও জোমেল ওয়ারিকেন (৩৬*)।
ঘূর্ণিতে উইন্ডিজকে ধ্বংস্তূপ বানান মূলত নোমান আলী। ইনিংসের ১২তম ওভারের প্রথম তিন বলে করেন হ্যাটট্রিক। তাতেই গড়েছেন রেকর্ড। পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে পঞ্চম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন তিনি।
তাঁর আগের পাঁচজনই পেসার। ১৯৯৯ সালে দুটি হ্যাটট্রিক করেন ওয়াসিম আকরাম। দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথমটি লাহোরে, দ্বিতীয়টি ঢাকায়। এরপর লঙ্কানদের বিপক্ষেই এই মাইলফলক স্পর্শ করেন আব্দুর রাজ্জাক (২০০০, গল) ও মোহাম্মদ শামি (২০০২, লাহোর)। ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন নাসিম শাহ। পাকিস্তানের হয়ে সবশেষ হ্যাটট্রিক ছিল এটিই।
নোমানের কীর্তি এখানেই শেষ নয়। তৃতীয় স্পিনার হিসেবে পাকিস্তানের মাটিতে হ্যাটট্রিক করেছেন তিনি। আজ নিয়েছেন ৬ উইকেট। শেষ দিকে দেয়াল হয়ে ওঠা মোটি ও রোচকেও ফেরান নোমান।
সফরকারীদের প্রথম সেশনেই থামিয়ে দিলেও স্বস্তিতে দিন পার করতে পারেনি পাকিস্তান। নিজেরাও ঘায়েল হয়েছেন স্পিনে। মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে অলআউট হয়েছে ১৫৪ রানে। উইন্ডিজ লিড পেয়েছে ৭ রানের। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৪ উইকেট নিয়েছেন স্পিনার ওয়ারিকেন। মোটির শিকার ৩টি। পাকিস্তানের দুই টপ অর্ডারকে ফেরান পেসার রোচ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh