রাজশাহীকে বিদায় করে প্লে অফে খুলনা

জিতলেই প্লে অফ নিশ্চিত। সেই কাজ দাপটের সঙ্গেই করেছে খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে ৬ উইকেট। খুলনার জয়ে প্লে অফের আশা ভেস্তে গেল দুর্বার রাজশাহীর। 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার চারে ওঠে এলো খুলনা। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১২। নেট রানরেট ০.১৮৪। তাদের জায়গা ছেড়ে দিয়ে পাঁচে নেমে যাওয়া রাজশাহীরও সমান ম্যাচে পয়েন্ট ১২। তবে তাসকিন আহমেদদের প্লে অফে যাওয়া হলো না নেট রানরেটের হিসেবে পিছিয়ে থাকায়। তাদের নেট রানরেট -১.০৩০। 

আগেই বিদায় নেওয়ায় এই ম্যাচটি ছিল ঢাকার জন্য নিয়মরক্ষার। এমন চাপহীন ম্যাচেও জয় নিয়ে এবারের বিপিএল শেষ করতে পারলেন না লিটন দাসরা। মিরপুরে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা করতে পারে ৯ উইকেটে ১২৩ রান। ওপেনার তানজিদ হাসান তামিমের ৩৭ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংসটি ছাড়া বলার মতো আর কেউ দাঁড়াতেই পারেননি খুলনার বোলারদের সামনে। সাব্বির রহমান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। 

হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্টো নিয়েছেন ২টি করে উইকেট। তার জন্য হাসানকে ৪ ওভারে খরচ করতে হয়েছে মাত্র ৫ রান। ইকোনোমি ১.২৫। 

মামুলি লক্ষ্য তাড়া করে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি খুলনাকে। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ফিফটিতে জিতেছে ১৯ বল হাতে রেখে। খুলনা ৪ উইকেটে করে ১২৪ রান। তার মধ্যে অপরাজিত ৭৪ রান মিরাজের। খুলনা ওপেনারের তার জন্য খেলতে হয়েছে ৫৫ বল। মোস্তাফিজুর রহমান ১৬ রানে ৩ উইকেট নিয়ে যা একটু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন খুলনাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh