গল টেস্ট

লঙ্কানদের লজ্জায় ডুবাল অজিরা

প্রথম ইনিংসে উসমান খাজার রানটুকুই করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ২৪৭ রান করলেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি স্বাগতিকেরা। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে ইনিংস ও ২৪২ রানে। 

টেস্টে এটিই লঙ্কানদের ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হার। এর আগেরটি ছিল ২০১৭ সালে নাগপুরে। ভারতের বিপক্ষে হেরেছিল ২৩৯ রানে। আর ইনিংস ব্যবধানে এটি অজিদের চতুর্থ সর্বোচ্চ রান ব্যবধানে জয়। 

আজ প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল লঙ্কানরা। ৬৩ রান নিয়ে দিনেশ চান্দিমাল ও ১০ রান নিয়ে কুশল মেন্ডিস ব্যাটিংয়ে নেমেছিলেন। এই দুই অভিজ্ঞ ব্যাটার উইকেটে ছিলেন বলেই ফলোঅন এড়ানোর আশায় ছিল লঙ্কানরা। কিন্তু সকালে ১০ ওভার পরেই ১৬৫ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। 

ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামলেও বড় হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় ২৪৭ রানে। দলীয় ৫ রানে দুই ওপেনারকে হারায় লঙ্কানরা। এরপর মিডলঅর্ডাররা চেষ্টা করেছিলেন উইকেট টিকে থাকতে। লোয়ার অর্ডারে ৪৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন স্পিনার জেফ্রি ভেন্ডারসে। অস্ট্রেলিয়ার হয়ে সমান ৪ উইকেট নেন দুই স্পিনার ম্যাথু কুহনেমান ও নাথান লায়ন। 

এর আগে ম্যাচসেরা খাজার দ্বিশতকের (২৩২) সুবাদে ৬ উইকেটে ৬৫৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারীরা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh