হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে ভেঙে পড়েছেন মাতসুশিমা

বাংলাদেশ নারী ফুটবলারদের নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। দুইবারের সাফজয়ী সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা চান না পিটার বাটলারের অধীনে খেলতে। এমনকি ইংলিশ কোচকে সরানো না হলে অবসর নেওয়ারও হুমকি দিয়েছেন তাঁরা। 

তাঁদের সেই সংবাদ সম্মেলনের পরে পক্ষ-বিপক্ষে বেশ আলোচনা ও সমালোচনা চলছে। তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ঋতুপর্ণাকে নিয়ে অনেকে কটুক্তি করেছেন। তবে এবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের আরেক সদস্য মাতসুশিমা সুমাইয়া। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আজ এমনটাই জানিয়েছেন তিনি। 

বাংলাদেশ নারী দলের এই ফরোয়ার্ড বেশ বড় এক স্ট্যাটাস পোস্ট করেছেন। সেখানে নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি ফুটবলের প্রতি তাঁর নিবেদনের কথা ও নিজে বর্তমানে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন, তার জন্য অনুতাপও প্রকাশ করেছেন। সেখানে তিনি আক্ষেপের সুরে লিখেছেন, ‘ফুটবল খেলার জন্য আমি বাবা-মার সঙ্গে লড়েছি, বিশ্বাস করেছি আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিকারার্থে কেউ অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে না। আমি ও আমার সতীর্থরা যে পরিস্থিতির ভেতর দিয়ে গেছি তার জন্য শুধু ইংরেজিতে একটি চিঠি লেখার ক্ষমতাটুকুই আছে আমার।’

২৩ বছর বয়সী ফুটবলার আরও বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমি অসংখ্য মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি—আমি কখনো কল্পনাও করিনি এমন সব কথা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আমি জানি না, এই ট্রমা থেকে সেরে উঠতে আমার কতদিন লাগতে পারে। শুধু জানি, স্বপ্নের পেছনে ছোটার জন্য তাকে এমন কিছুর ভেতর দিয়ে যেতে হবে না।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh