চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া দলে

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অলরাউন্ডার মিচেল মার্শ আগেই ছিটকে গেছেন পিঠের চোটে পড়ে। এবার তার সঙ্গী হলেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। 

এই দুই অভিজ্ঞ পেসারকে দলে না পাওয়ার বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি। তিন তারকার ছিটকে যাওয়ার ব্যাপারে তিনি বলেছেন, ‘তারা চোটে পড়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না।’

শুধু কামিন্স, হ্যাজলউড ও মার্শকে নয়, অস্ট্রেলিয়া পাচ্ছে না মার্কাস স্টয়নিয়সকেও। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও আজ হঠাৎ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন তিনি। চোটে পড়া ক্যামেরুন গ্রিনের পরিবর্তে স্টয়নিসকে দলে নিয়েছিল অস্ট্রেলিয়া। আর চ্যাম্পিয়নস ট্রফিতে কামিন্সের না থাকার গুঞ্জন শোনা গিয়েছিল আগে থেকেই।

চ্যাম্পিয়নস ট্রফিতে চার অভিজ্ঞ তারকাকে না পেলেও হতাশ হচ্ছেন না বেইলি। এটি অন্য খেলোয়াড়দের জন্য সুযোগ বলে মনে করছেন তিনি, ‘হতাশাজনক হলেও বৈশ্বিক ইভেন্টে এটি অন্য খেলোয়াড়দের জন্য পারফর্ম করার দারুণ সুযোগ।’ 

অস্ট্রেলিয়া অবশ্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত দল দেওয়ার সময় পাচ্ছে। চার জনকে বাদ দিয়েই এখন নতুনভাবে দল গোছাতে হবে। এ দিনই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে অজিরা। এই দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন দারশুইসকে। 

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি। ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh