চ্যাম্পিয়নস ট্রফির আগে দলে দলে চোটের মিছিল

আইসিসির টুর্নামেন্ট। আর দলে থাকার পরও এনরিখ নরকিয়া চোটে পড়ে ছিটকে যাবেন না এমন কী হয়! এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও ৩১ বছর বয়সী পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাঁর পরিবর্তে বোলিং অলরাউন্ডার করবিন বশকে দলে নিয়েছে প্রোটিয়ারা। 

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে শুরুর আগেই দলে দলে বাড়ছে চোটের মিছিল। কেবল দক্ষিণ আফ্রিকা নয়, চোটের কারণে দুশ্চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়াও। সেই তালিকায় আছে স্বাগতিক পাকিস্তানও। 

চোটে পড়ায় ছিটকে গেছেন তিন অজি তারকা। শুরুটা অলরাউন্ডার মিশেল মার্শকে দিয়ে শুরু। এরপর ছিটকে যান দুই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। দলে থাকার পরও হঠাৎ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ায় মার্কাস স্টয়নিসকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। যার কারণে আবারও নতুন করে দল সাজাতে হচ্ছে তাদের। 

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে গোড়ালির চোটে পড়েছিলেন সাইম আইয়ুব। সেই চোট থেকে সেরে উঠতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফিতে এই ব্যাটারকে পাচ্ছে না পাকিস্তান। কমপক্ষে ৫ সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে আইয়ুবকে। 

শুধু পাকিস্তান নয়, চোট নিয়ে দুশ্চিন্তায় আছে ভারতও। দলের পেস ইউনিটের মূল ভরসা জসপ্রীত বুমরা যে এখনো সেরে উঠেননি! সময় যত ঘনিয়ে আসছে আইসিসির বর্ষসেরা খেলোয়াড়কে নিয়ে বাড়ছে শঙ্কা। চোট থাকলেও বুমরাকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছিল ভারত। শেষ পর্যন্ত তাঁকে না পেলে বিকল্প হিসেবে আরেক পেসার মোহাম্মদ সিরাজ আসতে পারেন দলে। 

দক্ষিণ আফ্রিকা শুধু নরকিয়াকে নয়, পাচ্ছে না জেরাল্ড কোয়েটজিকেও। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই পেসার। এই দুজনের বিকল্প নামও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডও কি দুশ্চিন্তায় নেই? গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান রাচিন রবীন্দ্র। সে কী রক্তারক্তি অবস্থা! আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর না খেলার সম্ভাবনায় বেশি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগেই দলে চোট কাটিয়ে উঠার সম্ভাবনা বেশি রবীন্দ্রের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh