ছেলে ক্রিকেটার হলে খুশি হবেন জাকের

বেশিদিন হয়নি বাংলাদেশের জার্সিতে জাকের আলী অনিকের যাত্রা শুরু হয়েছে। তবে এক বছরের মধ্যেই তিন সংস্করণে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি। ২৭ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটারের ঘরেও আছে ক্রীড়াঙ্গনের আরেক তারকা। তার স্ত্রী নাফিসা তাবাসসুম একজন জাতীয় শ্যুটার। দুই তারকার ঘরে এবার আলো করে এলো পুত্রসন্তান। জাকের কথা বলেছেন সাম্প্রতিক দেশকালের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হিমু আক্তার।

দুজন দুই জগতের তারকা। স্বামী ক্রিকেটার, স্ত্রী শ্যুটার- দুজনের রসায়ন কেমন? 

ব্যাপারটা আসলে ভালোই লাগে। আমরা খুব উপভোগ করি। তবে এখন সে একটু নিজের ট্র্যাক থেকে দূরে। ঘরে নতুন অতিথি এসেছে, ছেলে হয়েছে। এই প্রথম এটা মিডিয়ার সামনে জানাচ্ছি। সন্তানকে নিয়ে স্ত্রী কিছুটা ব্যস্ত। তবে সে অনেক সাপোর্টিভ। খুব ভালো যাচ্ছে সব মিলিয়ে। 

দুজনই দেশকে প্রতিনিধিত্ব করছেন। ‘স্পোর্টস কাপল’ হিসেবে এটা কতটা গর্বের? 

গর্ব তো অবশ্যই হয়। কিন্তু আমি এই বিষয়গুলো হাইলাইট করি না। আমাদের পরিচয় বিকেএসপিতে। সেখান থেকেই এতদূর। দুজনে সংসার জীবন উপভোগ করছি এবং ভালো আছি। এটুকুই।  

নাফিসা ক্রিকেট কেমন উপভোগ করেন? 

প্রতি বিপিএলেই সে আসে। তবে এই বছর একদমই আসতে পারেনি। গত বিপিএল পুরোটাই গ্যালারিতে বসে দেখেছে। এই বছর বেবি একদম ছোট ছিল, তাই আসতে পারেনি। আশা করি, বাচ্চা একটু বড় হলে ক্রিকেট দেখতে মা-ছেলে একসঙ্গে গ্যালারিতে যাবে।  

আমাদের দেশে বিয়ের পর নারীদের খুব একটা খেলতে দেওয়া হয় না। সেদিক দিয়ে বিয়ের পর নাফিসাকে কতটা সমর্থন দিয়েছেন?

এই ক্ষেত্রে আমি সব সময় সাপোর্ট করতাম। নিজে আমার স্ত্রীকে অনুশীলনে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। চেষ্টা করেছি সব সময় পাশে থাকার। শুধু আমি না, আম্মুও আমার স্ত্রীকে অনুশীলনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। এই জিনিসগুলো সে খুব উপভোগ করত। এটা তাকেও ভালো পারফর্ম করতে সাহায্য করেছে। 

বাবা ক্রিকেটার, মা শ্যুটার। ছেলে কী হবে?

ছেলে ক্রিকেটার হলে তো আমি খুব খুশি হব। জানি না, আল্লাহ ওর মধ্যে কি দিয়েছেন। তবে আমাদের মধ্যে থেকে কোনো চাপ দেব না। ও যেটা হতে চায় সেটাই হবে। 

এলাকায় তারকা খ্যাতি কেমন উপভোগ করেন? 

আমি আড়ালে থাকতে পছন্দ করি। বের হলেও স্বাভাবিকভাবেই সবকিছু নেই। সেলফি বিড়ম্বনা ঢাকাতেও হয়, বাড়িতেও হয়। নরমাল থাকার চেষ্টা করি। 

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কী ভাবছেন?

আমার মেইন ফোকাস একটাই- ক্রিকেট। এখন তো প্রিমিয়ার লিগ চলছে, সেটায় ভালো করার চেষ্টা আছে। জিম্বাবুয়ে সিরিজের জন্য যেমন পরিকল্পনা থাকবে, সেই মতোই কাজ করার চেষ্টা করব। পরিস্থিতি অনুসারে খেলব। চেষ্টা করব ঘরের মাঠে জয় নিয়ে সিরিজ শেষ করার। ড্র জিনিসটা কেউই করতে চায় না। আমাদের উচিত জয় দিয়ে শেষ করা।

তার ট্র্যাকে ফেরা হচ্ছে কবে? 

এটা আসলে বলা যাচ্ছে না নিশ্চিত হয়ে। কারণ সন্তান হওয়ার পর তাকে নিয়ে তার ব্যস্ততা। বাচ্চাকে মেনটেইন করা নিয়ে অনেক ব্যস্ত থাকে। তবু আমি পুরোটা ওর ওপর ছেড়ে দিচ্ছি। ওর জন্য এই মুহূর্তে নিজের ট্র্যাকে ফেরা চ্যালেঞ্জিং। আপাতত সন্তানকে নিয়ে মাতৃত্ব উপভোগ করছে। 

ভক্তদের প্রতি কিছু বলতে চান?

ভক্তদের জন্য বলব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh