পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে ফের সৌরভ গাঙ্গুলীকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার আইসিসির পক্ষ থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সাবেক ভারতীয় অধিনায়ক ২০২১ সালে প্রথমবারের মতো এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হন। কুম্বলে দীর্ঘ নয় বছর দায়িত্ব পালন শেষে সরে দাঁড়ান।
এবারও গাঙ্গুলীর সঙ্গে কমিটিতে রয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। এই কমিটিতে নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার ও বর্তমানে আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রট।
এদিকে নারী ক্রিকেট কমিটিতেও বড় পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের সাবেক অফস্পিনার ক্যাথরিন ক্যাম্পবেল ফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন। তার সঙ্গে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাভরিল ফাহে এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বর্তমান সিইও ফোলোয়েতসি মোসেকি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh