রাজধানীতে পাঁচ শতাধিক চোরাই মোবাইলসহ আটক ৬

রাজধানীর পল্লবীতে পাঁচ শতাধিক চোরাই মোবাইল ফোন ও ট্যাবসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মিরপুর ১১ নম্বর লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন স্বপন ফকির, হৃদয়, কালি মোল্লা, বিল্লাল, রাকিব ও মকবুল খান।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম জানান, দীর্ঘদিন মিরপুর ও পল্লবীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড এলাকায় বিক্রি হতো। গতকাল রাতে অভিযান চালিয়ে ৫০৪টি চোরাই মোবাইল ফোন ও পাঁচটি ট্যাবসহ ছয়জনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিষয়টি স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //