বঙ্গবন্ধুর খু‌নি মা‌জেদের মৃত‌্যুদণ্ডের পরোয়ানা জা‌রি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার (৮ এ‌প্রিল) দুপু‌রে ঢাকার জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী এ আদেশ দেন। 

এর আগে রাষ্ট্রপ‌ক্ষে আইনজীবী মোশাররফ হো‌সেন কাজল সাজা প‌রোয়ানা জা‌রির জন‌্য আবেদন ক‌রেন।

ত‌বে আদালত বন্ধ থাকায় ঢাকার জেলা ও দায়রা জজ কো‌নো পদ‌ক্ষেপ না নি‌তে পারার বিষয়‌টি স‌ু‌প্রিম কো‌র্টের নজ‌রে আনেন। সুপ্রিম কোর্ট প্রশাসন এরপর ওই বিচারকের ছুটি শুধু ৮ এপ্রিলের জন‌্য বা‌তিল ক‌রেন। 

এ উপল‌ক্ষে আসা‌মি মা‌জেদ‌কে আদাল‌তে হা‌জির করা হয়। বিচারক তা‌কে সাজা প‌রোয়ানা প‌ড়ে শোনান। এসময় মা‌জেদ নি‌জে‌কে নি‌র্দোষ দা‌বি ক‌রেন। 

প‌রে তা‌কে এই মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে তার বিরু‌দ্ধে মৃত‌্যুদণ্ড প‌রোয়ানা জা‌রির আবেদন মঞ্জুর ক‌রে আদেশ দেন আদালত।

জেলা ও দায়রা জজ পিপি আবদুল মান্নান বলেন, এরপর মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হবে। কারা কর্তৃপক্ষ আসামিকে মৃত্যু পরোয়ানা শুনিয়ে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে ফাঁসি কার্যকরের দিন ধার্য করবে।

এর আগে মঙ্গলবার দুপু‌রে ঢাকার চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট (সিএমএম) আদাল‌তে নেয়া হলে বিচারক তা‌কে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। এরপর  তা‌কে কেন্দ্রীয় কারাগা‌রের ফাঁসির সে‌লে রাখা হয়। 

সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর থেকে মাজেদকে গ্রেফতার করা হয়।

আবদুল মাজেদ জানিয়েছেন, তিনি ২০-২২ বছর ভারতের কলকাতায় পলাতক ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //