অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদক কার্যালয়ে আনা হয়।

পরে দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে বলে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

এর আগে সাহেদের বিরুদ্ধে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়ায় সুদসহ দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

মামলায় ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল হক চিশতী, রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইব্রাহিম খলিলকে আসামি করা হয়।

মামলার এজহারে বলা হয়, এই অর্থ আত্মসাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ চারজন জড়িত। এছাড়া ঋণ দেয়ার যেসব শর্ত বিবেচনা করার কথা ছিল তা নিয়মমাফিক করেনি ব্যাংকটি। পদ্মা ব্যাংকে অর্থ আত্মসাৎ ছাড়াও এনআরবি ব্যাংক লিমিটেড থেকে ১ কোটি ৫১ লাখ টাকার লেনদেনের তথ্যপত্র পর্যালোচনা করে সাহেদের বিরুদ্ধে আত্মসাৎ ও পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুদক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //