নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে মাসুক মিয়া ওরফে মাসুদকে (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) এলিট ফোর্স র‌্যাব-৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে সাইবার মনিটরিং সেলের একটি দল তাকে নরসিংদী জেলার মনোহরদী পৌরসভা বাজার থেকে গ্রেফতার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২১ অক্টোবর) এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃত মাসুক মিয়া সোনিয়া আকতার কেয়া নামে ফেক ফেসবুক আইডি খুলে তানজিম মেহেজাবিন খান স্নেহা নামক মেয়ের ছবি প্রোফাইল পিকচার ব্যবহার করে নিজেকে লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে বিভিন্ন ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব স্থাপন করতো। সে কখনো ম্যাসেঞ্জারে, আবার কখনো মোবাইলে সরাসরি কন্ঠ পরিবর্তন করে মেয়ে কন্ঠে কথা বলে নিরীহ ভুক্তভোগীদের কাছ থেকে এ পর্যন্ত ১৫ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে।

মাসুক এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে ও এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //