জঙ্গিদের সক্ষমতা বেড়েছে কিন্তু নাশকতা করতে পারবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিদের সক্ষমতা বেড়েছে। তবে, তারা আগের মতো নাশকতা করতে পারবে না। জঙ্গিদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর আছে।’

মঙ্গলবার (২০ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি কমিশনার হওয়ার আগে জঙ্গিরা পাঁচটি চেকপোস্টে বোমা রেখে যায়। যদিও সেগুলো শক্তিশালী তেমন কোনো বোমা ছিল না। কিন্তু, সম্প্রতি নারায়ণগঞ্জ ও অন্যান্য স্থান থেকে যেসব বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে, তাতে মনে হচ্ছে তাদের সক্ষমতা বেড়েছে। বোমাগুলো শক্তিশালী ছিল। তবে, তারা যেন আগের মতো নাশকতা করতে না পারে, সেজন্য পুলিশের কাউন্টার টেরোরিজম অ‌্যান্ড ট্রান্সন‌্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এলিট ফোর্স র‌্যাব সার্বক্ষণিক কাজ করছে। জঙ্গিরা কোথায় অবস্থান করছে, তারা কার কার সঙ্গে যোগাযোগ করতে পারে, প্রযুক্তির কোন কোন সহযোগিতা নিয়ে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে—সবকিছু সার্বক্ষণিক পর্যালোচনা করা হচ্ছে এবং নজরদারি অব্যাহত আছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘সম্প্রতি ভারতে গ্রেপ্তার হওয়া তিন তরুণের ব্যাপারে তথ্য আমাদের কাছে ছিল। তারা জিহাদের জন্য বের হয়েছে। এ দেশে কারো সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না, সে বিষয়ে আমাদের তদন্ত এখনও অব্যাহত আছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //