রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুর করায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কাইয়ুম মামলার বিষয়টি জানান।
তিনি বলেন, গত ২৩ এপ্রিল মামলা হয়েছে। অ্যাম্বুলেন্সের মালিক মোহাম্মদ সুমন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ নিয়ে নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে পাঁচটি মামলা হলো। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা করেছে। এছাড়াও দুইটি হত্যা মামলা হয়েছে।
সব মিলিয়ে পাঁচ মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় এক হাজার ৭০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সংঘর্ষের মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত ১৯ এপ্রিল দুপুরে সংঘর্ষ চলার সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। সেসময় রোগীসহ ছয়জন আহত হন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh