ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী-কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ডেলিভারিম্যান নাহিদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন হিসাব বিজ্ঞানের আব্দুল কাইয়ূম ও পলাশ, বাংলা বিভাগের ফয়সাল, ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম ও সমাজ বিজ্ঞানের ইরফান।

আসামিদের রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘গ্রেফতার পাঁচ জনই ঢাকা কলেজের শিক্ষার্থী। গ্রেপ্তাতারের সময় তাদের কাছ থেকে হেলমেট উদ্ধার করা হয়েছে।’

গ্রেপ্তাতার সবাই ছাত্রলীগকর্মী কিনা এমন প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাতারকৃতরা আমাদের জানিয়েছে, বর্তমানে ঢাকা কলেজে কোনও কমিটি নেই ছাত্রলীগের। এই সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী জড়িয়ে পড়ে। একক কোনও পার্টি কিংবা দলের বিষয়ে বলা যাবে না।’

তবে হেলমেট বাহিনীর বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে হাফিজ আক্তার বলেন, ‘তারা জানিয়েছে, শিক্ষার্থীদের অনেকেই মোটরসাইকেল ব্যবহার করে। এসব মোটরসাইকেলে হেলমেট পরে সামনের অংশে তারা অবস্থান করেছিল।’

তিনি বলেন, ‘আমরা চাই, ঘটনার সময় যারা চারপাশে অবস্থান করছিল, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তাদের গ্রেপ্তাতারের আওতায় আনা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্তদের সম্পর্কে জানা সম্ভব হবে। দুটি হত্যা মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো সম্ভব হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //