জুরাইনের সেই মিজানুরকে ছেড়ে দেওয়া হয়েছে

পুলিশের ওপর হামলার অভিযোগে ইন্ধনদাতা সন্দেহে রাজধানীর জুরাইন এলাকার নাগরিক অধিকার সংগঠনের সংগঠক এবং ওয়াসার এমডিকে ‘ময়লা পানির চা খাওয়ার আমন্ত্রণ’ জানিয়ে আলোচনায় আসা মোহাম্মদ মিজানুর রহমানকে প্রায় ৬ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তার স্ত্রী শামিম হাসেম খুকি এ তথ্য জানান।

এর আগে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।

তখন খুকি জানিয়েছিলের, ‘আমার মেয়েকে আজ সকালে সে ফোন করে জানায় তাকে পুলিশ পরিচয়ে একটি গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। এরপর তার ফোন কেটে যায়। পরে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।’

বলেন, তিনি শ্যামপুর থানায় গেলে পুলিশ তাকে বলেছে ডিবি মিজানকে নিয়ে গেছে। পরে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গেলেও মিজানকে আটকের বিষয়টি কেউ স্বীকার করেনি। 

তার ধারণা, জুরাইনে পুলিশ বক্সে হামলার ঘটনায় তার স্বামী পুলিশের সমালোচনা করে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন। এ কারণে তাকে আটক করা হতে পারে। এছাড়া তার নামে অন্য কোনো মামলা বা গ্রেপ্তারি ওয়ারেন্ট নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //