মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত রজব আলী গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রজব আলী দণ্ড নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

গতকাল শনিবার (২ জুলাই) রাতে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল-মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, এ বিষয়ে আগামীকাল রোববার (৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে রজব আলী হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //