টুকুর নির্দেশেই রেললাইন কাটা হয় গাজীপুরে, দাবি সিটিটিসির

নাশকতা করে সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করেছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। তার নির্দেশেই গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ট্রেনের দুর্ঘটনা ঘটান ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির (৪৩)।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এর আগে শ্রীপুরে রেলের লাইন কেটে ওই নাশকতার ঘটনার মূলহোতা কবিরসহ লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেনকেও (১৯) গ্রেফতার করে সিটিটিসি।

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান দাবি করেন, ‘গ্রেফতার ব্যক্তিরা নাশকতার কথা স্বীকার করেছেন। ইখতিয়ার রহমান কবিরের সঙ্গে যোগাযোগ করে টুকু বলেছিলেন দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে।’

নাশকতাকারীরা রেললাইন কাটার পর দল থেকে মোটা অঙ্কের টাকাও পায় বলে দাবি করেছেন মো. আসাদুজ্জামান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //