কারাগারে শমসের মবিন চৌধুরী

যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে একদফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশকে ঘিরে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh