নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
দলীয় ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও গুমের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সই করা ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় ২০ পৃষ্ঠার এই অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এ সকল ক্রসফায়ার ও গুমের ঘটনা সংঘটিত হয়। যারা ক্রসফায়ার এবং গুমের শিকার হয়েছেন তাদের তালিকাও অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে।
মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম সাংবাদিকদের জানানো হয়নি, তবে প্রসিকিউশনের কাছে তালিকা দেওয়া হয়েছে।
পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিএনপির মামলা, গুম, খুন তথ্য সমন্বয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান বলেন, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য দলটির নেতা-কর্মীদের ক্রসফায়ার ও গুম করেছে।
সালাউদ্দিন খান আরও বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির ২ হাজার ২৭৬ নেতা-কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করেছেন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর ১৫৩ নেতা-কর্মীকে গুম করা হয়েছে।
সালাউদ্দিনের দাবি, গুম হওয়া নেতা–কর্মীদের অনেকে হত্যার শিকার হয়েছেন কিংবা এখনো গুম আছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh