রংমিস্ত্রীর ছদ্মবেশে ‘রেকি’, র‌্যাব পরিচয়ে দলবল নিয়ে ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ডাকাত সরদারসহ চারজনকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, ডাকাত দলের সদস্যরা বিভিন্ন পেশার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ‘রেকি’ করে তথ্য সংগ্রহ করত। এর পর র‌্যাব পরিচয়ে ডাকাতি করত।

গ্রেপ্তাররা হলেন ডাকাত সরদার মো. বিল্লু মিয়া, সহযোগী আবু জাহের, আল আমিন ও মো. আলমগীর। শনিবার বিভিন্ন সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, একটি করে পাইপ গান, কার্টিজ, সিএনজিচালিত অটোরিকশা, চাকু, রেঞ্জ,  সামুরাই, শাবল, স্ক্রু ড্রাইভার, দুটি করে দুটি প্লায়ার্স, র্যাব-পুলিশ সদৃশ্য কালো রংয়ের জ্যাকেট, কালো ক্যাপ ও চারটি মোবাইল জব্দ করা হয়।

রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান। 

তিনি জানান, মোহাম্মদপুরকেন্দ্রিক সব অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  রাজধানীর মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সরদার বিল্লুকে গ্রেপ্তার করা হয়৷ পরে তার দেহ তল্লাশী করে কোমরে রক্ষিত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং প্যান্টের ডান পকেট থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি খালি খোসা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিল্লু প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। আসামি বিল্লু মিয়া মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। পাশাপাশি গ্রুপটি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করতো। 

গ্রেপ্তার বিল্লুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানা চাঁদ উদ্যান লাউতলা এলাকায় অভিযান চালিয়ে  তার সহযোগি আবু জাহের, আল আমিন ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, এ সময় র‌্যারের উপস্থিতি টের পেয়ে তাদের অপর ২ জন সহযোগী মো. রাজা ও মো. নাগর পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও  দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

এক প্রশ্নের জবাবে র‌্যাব-২ অধিনায়ক বলেন, ডাকাত সরদার বিল্লু ৮ বছর আগে গাইবান্ধা থেকে ঢাকায় আসে। সে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রং মিস্ত্রীর কাজ করতো। মূলত সে এই পেশার আড়ালে ডাকাতি করার জন্য রেকি করত। এরপর তার সংগ্রহ করা তথ্য নিয়েই দলের সদস্যদের নিয়ে ডাকাতি করত। 

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পেয়েছে র‌্যাব। ডাকাত বিল্লুর দলে একাধিক নারী সদস্যও রয়েছে। যাদের ব্যবহার করে সিএনজি অটোরিকশা চালককে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার কাজ করত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh