পটুয়াখালীর দুমকীতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া একজনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাস্তা থেকে তুলে নিয়ে কলেজপড়ুয়া ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর সাকিব মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যায় ওই তরুণীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকারে ওই কলেজছাত্রীর মা বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় তার বাবার (গণঅভ্যুত্থানে শহীদ) কবর জিয়ারত করে নানাবাড়ি ফিরছিলেন। পথে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি মেয়ের হাত-পা চেপে ধরে সড়কের পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে দুই যুবক ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার এক সহপাঠীকে জানান। পরে ওই সহপাঠী আমাকে ফোনে জানায়।”
পটুয়াখালী জেলা নাগরিক কমিটির সদস্য মো. আফজাল হোসেন বলেন, “মেয়েটির কাছে কেউ না থাকায় আমি দেখভালের জন্য হাসপাতালে আছি। মেয়ের মা ঢাকা থেকে আসছে।”
দুমকী থানার ওসি জাকির হোসেন বলেন, “ধর্ষণের শিকার শিক্ষার্থী বুধবার দুপুরে থানায় এলেও কোনো তথ্য দিতে পারেনি। তাই তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। এরপর মামলা নিয়ে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, “মেয়েটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পটুয়াখালী দুমকী সাকিব মুন্সি ধর্ষণ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh