৫০ হাজার টাকা সঞ্চয়পত্রে মাসে ৪৮০ টাকা

পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। এ হার অবশ্য ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১০ দশমিক ৫ শতাংশ। আর ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষে মুনাফা সাড়ে ৯ শতাংশ। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ১৫ লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার হ্রাস হয়নি।

মাত্র ৫০ হাজার টাকা যা আপনি হয়তো ড্রয়ারে বা সেভিংস একাউন্টে ফেলে রেখেছেন তাতে কিন্তু অর্থের মূল্য হ্রাস পেয়ে তা কমে যাচ্ছে। আপনি যদি নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রে এটি রেখে দেন তাহলে বৃহৎ বিনিয়োগের হারে মুনাফা পাওয়া যাবে। আপনি একজন পুরুষ হলে আপনার নামে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ৫০ হাজার টাকায় ক্রয় করতে পারবেন না। পরিবারের মহিলা সদস্যের নামে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন।

সর্বনিম্ন মূল্যমান ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা পর্যন্ত একক মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা মূল্যের পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায়। ক্ষুদ্র বিনিয়োগ হলেও প্রতিমাসে আপনি আপনার ব্যাংক হিসাবে মুনাফা পেয়ে যাবেন এবং ২ লক্ষ টাকা পর্যন্ত টিআইএন সার্টিফিকেট লাগবে না।

পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার কত? /পরিবারের নামে কি সঞ্চয়পত্র ক্রয় করতে হবে? 
যদি আপনার সঞ্চয়পত্র ১০ হাজার টাকা থাকে তবুও আপনি তা বিনিয়োগ করতে পারবেন।


পরিবার সঞ্চয়পত্রে মেয়াদান্তে মুনাফার হার ১১.৫২% শতাংশ

পরিবার সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজপত্র লাগে?
যা লাগবে – পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম, MICR (এনালগ নয়, ডিজিটাল চেকবুক) চেকের মাধ্যমে বিনিয়ােগের টাকা পরিশােধের ক্ষেত্রে (০১ লক্ষ টাকার বেশি হলে), ক্রেতার ০২(দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি, ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নমিনীর ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ক্রেতার ই-টিনআইএন সার্টিফিকেটের ফটোকপি (০২ লক্ষ টাকার উপরে হলে), আয়কর রিটার্ণ দাখিলের রশিদ (৫ লক্ষ টাকার উপরের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে)।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //