নতুন নিয়মে সরকারি চাকরজীবীদের জিপিএফ চেক করার পদ্ধতি

সরকারি কর্মচারীদের জমাকৃত অর্থের ব্যালেন্স অনলাইনে নিজে নিজেই চেক করা যায়। পূর্বে শুধু জিপিএফ স্লিপ আসতো তাও ভিন্নভাবে। বর্তমানে আইবাস++ এর সাথে সংযুক্ত করা হচ্ছে তাই জিপিএফ স্লিপ এবং লেজার দেখতে পারবেন কর্মচারী নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসেই। GPF slip from ibas++ । কর্মচারীদের জিপিএফ আইবাস++ হতেই পাওয়া যাবে।

আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেখান থেকে চেক করেন না কেন সাদা পাতা আসবে। যদি আপনি ব্রাউজার পরিবর্তনও করেন তবুও সাদা পাতা বা কাগজ আসবে। একটু অপেক্ষা করুন। সার্ভার ও তথ্য আপগ্রেডের কাজ চলছে। আপগ্রেড বা সার্ভার মেইনটেইন্স শেষ হলে আপনি তথ্য দেখতে পারবেন।

জিপিএফ স্লিপ যে কোন সময় যে কোন ডিভাইস থেকে ডাউনলোড করা যাবে / নতুন নিয়মে জিপিএফ চেক করার পদ্ধতি ২০২৩

GPF Accounts slip and Subsidiary Ledger by cafopfm.gov.bd যেভাবে জিপিএফ লেজার এবং জিপিএফ স্লিপ বের করবেন

1. Google by cafopfm or Click cafopfm.gov.bd
2. Click GPF INFORMATION Menu Click here
3. Input NID old Number or EFT Number
4. Input Mobile Number as your eft or pay fixation Number
5. Click Submit
6. Input OTP from your mobile (Which is 6 digits)
7. Click Submit or OK
8. Now Select Fiscal Year and Click GO For GPF Accounts Slip
9. or Select Fiscal year for GPF GPF SUBSIDIARY LEDGER and Click GO
10. Done
11. Now print it

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //