চলতি বছর ১৪৭ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪তম। গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম ছিল এই অবস্থান।
বিশ্বের মাত্র ১৩টি দেশের মানুষ বাংলাদেশের মানুষের চেয়ে অসুখী। এমন তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫’ প্রতিবেদনে।
চলতি বছর ১৪৭ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪তম। গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম ছিল এই অবস্থান। এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম। সবচেয়ে অসুখী দেশের দুর্ভাগ্য অর্জন করেছে আফগানিস্তান।
পরবর্তী অবস্থানগুলোতে আছে সিয়েরা লিয়ন, মালাউই, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও ইয়েমেন।
ভারত, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কা যথাক্রমে ১১৮, ১০৯, ১২৬ ও ১৩৩তম অবস্থানে রয়েছে। অপরদিকে, দক্ষিণ এশিয়ার দেশ নেপালের অবস্থান ৯২।
‘ওয়ার্ল্ড হ্যাপিনেস-২০২৫’ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ২০টি সুখী দেশ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, কানাডা, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্র (চেকিয়া)।
গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীদের আগের তিন বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়।
প্রতিবেদনটি তৈরি হয়েছে গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে।
অংশগ্রহণকারীদের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা সম্পর্কে জানাতে বলা হয়। পরে ওই অনুযায়ী সুখী দেশের তালিকায় ওই দেশের অবস্থান ঠিক করা হয়। পাশাপাশি, এ প্রতিবেদনে ছয়টি সূচককেও বিবেচনায় নেওয়া হয়। এগুলো হলো মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা এবং দুর্নীতি সম্পর্কে মনোভাব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh