ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১০:৪৩ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০১৯, ১০:৫০ এএম
সিনেমার একটি দৃশ্যে জ্যোতিকা জ্যোতি ও প্রাণ রায়।
‘মায়া-দ্য লস্ট মাদার’ নির্মাণের জন্য ২০১৬ সালে অনুদান পেয়েছিল সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই বছর কাজ শুরু হলেও বিভিন্ন কারণে সেটি শেষ করতে সময় লাগে টানা তিন বছর। তবে নানা চড়াই উতরাই পার হয়ে সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরে।
পরিচালক মাসুদ পথিক ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সমস্বরে জানান, অবশেষে ডিসেম্বরের যেকোনো শুক্রবারে ছবিটি মুক্তি পাচ্ছে।
ছবিটির পোস্টারশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া- দ্য লস্ট মাদার’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ পথিক নিজেই।
নির্মাতা মাসুদ পথিক জানান, ছবির টিজার প্রকাশ পাবে ২ নভেম্বর। ২০ নভেম্বর প্রকাশ করবেন ট্রেলার। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে ছবিটির নিজস্ব পেইজ থেকে। এরপর ডিসেম্বরে পুরো ছবি। আশা করছি নিরাশ হবেন না দর্শক-সমালোচকরা।
অবশেষে ছবিটি মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে পরিচালক বললেন, ‘এই সিনেমায় নতুন বাংলা, বাংলা মাকে পাবেন এটা আমার বিশ্বাস। ছবিটি তৈরি করতে গিয়ে গত তিন বছরে অনেক চড়াই-উতরাই পেরুতে হয়েছে আমাদের। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত- ডিসেম্বরেই এটি মুক্তি দিচ্ছি।’
জ্যোতিকা জ্যোতি ছাড়াও ‘মায়া- দ্য লস্ট মাদার’-এ অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী প্রমুখ।
ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন, মমতাজ, ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী ও পূজা।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh