সেন্সর সনদপত্র পেল ‘মায়া দ্য লস্ট মাদার’

অবশেষে ছাড়পত্র পেল সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’।

মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। বিষয়টি নির্মাতা মাসুদ পথিক নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি।


এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।

তিনি বলেন, ‘‘মায়া, দ্য লস্ট মাদার’-এর গল্পটা দারুণ। গ্রামের একজন সংগ্রামী নারীর জীবনচিত্র তুলে ধরা হয়েছে এতে। ছবির প্রধান চরিত্রে দর্শক আমাকে দেখবেন। আর চরিত্রের কথা যদি বলি, এটা বেশ চ্যালেঞ্জিং ছিল।’’


ছবির শুটিং শুরু হয় চলতি বছর ২০ ফেব্রুয়ারি। নির্মাতা জানান ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি।

এই সিনেমায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরীসহ আরো অনেক।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এ সিনেমায় গান কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী, পূজা ও মমতাজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //