ডিসেম্বরেই আসছে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালি’

মুক্তির অনুমতি পেল স্পর্শিয়া অভিনীত গল্প নির্ভর ছবি ‘কাঠবিড়ালি’। পরিচালক নিয়ামুল মুক্তা জানান ডিসেম্বরেই মুক্তি পাবে ছবি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। বিকেলে বিনা কর্তনে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। এ খবর নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক।

মুক্তা বলেন, ‘রবিবার সেন্সরে জমা দিয়েছিলাম। মঙ্গলবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন ছবিটির।’


সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সদস্যদের সঙ্গে প্রিভিউ বোর্ডে আমি নিজেও ছিলাম। পুরো ছবিটি আমি দেখেছি। ভালো গল্পের ছবি। এক বসায় ছবিটি দেখতে দর্শকরা মোটেও বিরক্তি আসবে না। নির্মাণও চমৎকার। ছবি সময়োপযোগী ছবি।’

চিলেকোঠা ফিল্মসের ব্যানারে পরিচালকের প্রথম ছবি এটি। এতে  কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন।


এর  আগে চিলেকোঠার  ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়।

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালি’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর এবার পেল সেন্সর সনদ। 

ছবিটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, আমাদের স্বপ্নের ছবি কাঠবিড়ালি। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। এতে করে আত্মবিশ্বাস আরো বেড়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’


চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। এই চলচ্চিত্রে অভিনয় নিয়ে স্পর্শিয়া  বলেন, 'এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালি নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সবকিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালি সবার মাঝে ছড়িয়ে পড়ুক।'

ছবিটিতে স্পর্শিয়া ছাড়াও শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ আরো অনেকে অভিনয় করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //