ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং শুরু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন‌্যাস অবলম্বনে চলচ্চিত্রের শুটিং হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

ছবিতে প্রধান চরিত্রে ফেরদৌসকে সাংবাদিক এবং পূর্ণিমাকে এনজিও কর্মী হিসেবে দেখা যাবে। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতূপর্ণা সেনগুপ্তা। এছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। 

ছবিটি প্রযোজনা করছে ইচ্ছেমত ও নুজহাত ফিল্মস। চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

নির্মাতা নঈম ইমতিয়াজ জানান, ‘গাঙচিল’ সেতুমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার একটি গ্রামের নাম। মূলত গাঙচিল গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। 

গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে ‘গাঙচিল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ওই সময় ওবায়দুল কাদেরসহ সিনেমার কলাকুশলীগণ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //