অস্ট্রেলিয়ায় ‘পোড়ামন ২’র ড্রাইভ ইন শো

করোনা পরিস্থিতিতে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। এক ব্যতিক্রমী আয়োজন ড্রাইভ-ইন বা একসঙ্গে গাড়িতে বসে পর্দায় দেখা যাবে ছবিটি। মূলত থিয়েটারের সামনে নিজেদের গাড়িগুলোই হবে বসার সিট।

সিডনির ফেয়ার ফিল সেন্টারে আগামী ৮ আগস্ট এটি মুক্তি পাবে। এমন ব্যতিক্রমী উদ্যোগের পেছনে আছেন ‌‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন ও অস্ট্রেলিয়া প্রবাসী দুই বাংলাদেশি। তাদের তৈরি প্রতিষ্ঠান বাংলা ড্রাইভ-ইন মুভি (বিডিএম) এটি মুক্তি দিচ্ছে।


গতকাল (২৭ জুলাই) অলনাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটি মুক্তি দেয়ার ঘোষণা দেয়া হয়। এতে উদ্যোক্তারা ছাড়াও ছবির পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরী অংশ নেন।

এ বিষয়ে দীপংকর দীপন বলেন, ‌‘করোনা পরিস্থিতির নিউ নরমাল জীবনে চিকিৎসকরা বলছেন, মানসিক চাপ কামাতে বা মন প্রফুল্ল রাখতে। আর এ কারণে আমরা বিদেশের মাটিতে দেশের এ ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছি। যেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে এই আয়োজন চলবে। ছবিতে সালমান শাহকে উৎসর্গ করে গানও আছে। ড্রাইভ-ইন ছবিতে বাংলার চলচ্চিত্রের এ যাত্রাটিও আমরা সালমান শাহকে উৎসর্গ করছি।’

ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘এই ছবিটি দিয়েই আমার স্বপ্নের শুরু। এতদিন পরও দর্শকের ভালোবাসা পাচ্ছি দেখে খুবই ভালো লাগছে। আর এমন মাধ্যমে আমার ছবিটি বেছে নেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’

উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, এভাবে আমরা যদি আমাদের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসবে। ‘পোড়ামন ২’র ড্রাইভ ইন শো যাতে সফলভাবে সম্পন্ন হয় সেজন্য যত ধরনের প্রচারণার দরকার হয় সেটা আমি করবো।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘পোড়ামন’ ও ‘পোড়ামন ২। ‘পোড়ামন-২’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, সাঈদ বাবু ও নাদের চৌধুরীসহ অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //