চিত্রনায়ক ফারুককে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার (১৩ সেপ্টেম্বর) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে। তাকে কার্গো বিমানে সিঙ্গাপুর নেয়া হবে বলে জানা গেছে।

অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক জানিয়েছেন, রবিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হবে তার চিকিৎসা।

তিনি আরো জানান, ফারুকের রক্তে সংক্রমণ হওয়ায় ও জ্বর না কমায় তাকে জরুরিভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

ফারহানা ফারুক বলেন, ‘করোনার জন্য যাত্রীবাহী বিমানের ফ্লাইটের শিডিউল মেলানো খুব কষ্টকর। চিকিৎসকরা বলছেন, যতো দ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে। সেজন্য বাধ্য হয়েই মালবাহী কার্গো বিমানের বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হচ্ছি আমরা। সবার কাছে দোয়া চাই আমার স্বামীর জন্য।’

প্রসঙ্গত, অনেক দিন ধরেই জ্বরে আক্রান্ত ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। ভাবা হচ্ছিলো তিনি করোনায় আক্রান্ত। কিন্তু বেশ কয়েক দফায় করোনা টেস্ট করা হলে সেখানে রেজাল্ট নেগেটিভ এসেছে। তখন বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। পাশাপাশি তার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না সাড়ায় তাকে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়।

সেখানেই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অভিনেতা ও নেতা ফারুককে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //