‘ওয়েব সিরিজ চমৎকার প্ল্যাটফর্ম’

ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই বাসায় আছেন। লকডাউনের মাঝেই ইউটিউবে সরব হয়েছেন তিনি। সাবসক্রাইবার ১০ লাখ ছাড়িয়ে গেছে এরই মধ্যে। 

ইউটিউব নিয়ে মিম বলেন, বাসায় বসে আছি। দর্শকদের আরো কাছে আসার জন্য ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলি। বাসায় যা করছি সেগুলোর ভিডিও দিচ্ছি। এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি। 

ইউটিউব চ্যানেলে যাপিত জীবনের ভিডিও শুধু নয়, মিম নতুন রূপেও হাজির হয়েছেন। রান্নার রেসিপি দিয়েছেন, দেখিয়েছেন মেকআপের কৌশল। আবার দর্শক পেয়েছেন উপস্থাপিকা মিমকে। তারকাদের এনেছেন তার আদালতে। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘মিমস কাস্টডি’। ঘরে বসে নিয়েছেন তারকাদের সাক্ষাৎকার। ইউটিউব চ্যানেলের শুরুতেই এমনকিছু করার কথা ভাবছিলেন তিনি। 

প্রথম সিজন শেষ হয়েছে এরই মধ্যে। এ সিজনে দেখা গেছে মৌসুমী, তাহসান, সিয়াম, সজল, মিথিলা, ইমরান ও জয়কে। পরের সিজন নিয়েও ভাবছেন মিম। তবে এবার অন্যভাবে করবেন। 


মিমের মতে, ‘পরের সিজনের শুটিং এভাবে করব না। শুটিংয়ের সময় সহকর্মীর ইন্টারভিউ করে ফেলব। এ শো করে এত ব্যস্ত ছিলাম যে, ক্লান্ত হয়ে গেছি। আমার মুডের ওপর সব নির্ভর করছে। ভালো লাগলে করি।’ 

শুধুই কী উপস্থাপনা? মিম ঘরবন্দি সময়েই বানিয়ে ফেলেছেন শর্টফিল্ম। রায়হান রাফির নির্দেশনায় জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে মিমের ‘কানেকশন’ সাড়াও ফেলেছে। 

মিম এ প্রসঙ্গে বলেন, ‘এখন শর্টফিল্ম একটা ট্রেন্ড। ইউটিউবের জন্য কী করা যায় ভাবছিলাম। মাসুদ ও রায়হান রাফি ভাইয়ের সাথে আলাপ করলাম। এভাবেই হয়ে গেল। তাহসান ভাইও যথেষ্ট সহযোগিতা করেছেন। অনেক কষ্ট করেছি কাজটির জন্য।’ ঘরবন্দি সময়ে ইউটিউব কনটেন্ট বানাতেই মিমের অনেকটা সময় কেটে যায়। 

ঘরে বসে মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় ‘নাবিলার দিনরাত্রি’ শীর্ষক একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন মিম। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন একটি রবীন্দ্রসংগীতের মিউজিক্যাল ফিল্ম। গেল ঈদে দীর্ঘদিন বাদে ছোটপর্দায় দেখা গেছে মিমকে। সাথে ছিলেন তাহসান। ওসমান মিরাজের ওয়েব ফিল্ম ‘হঠাৎ বিয়ে’ ঈদে প্রচার হয়েছে। ওয়েব মাধ্যম নিয়ে মিম যথেষ্ট ইতিবাচক। 


তিনি মনে করেন, আগামীতে এটি অনেক বড় মাধ্যমে পরিণত হবে। ওয়েব অনেক বড় মাধ্যম। অনেক সময় ফিল্মের চেয়েও বেশি বাজেটে এখানে কাজ হয়। চলতি সময়ে এটি বিনোদনের চমৎকার মাধ্যম।’

বর্তমানে মিমের দুটি ছবির কিছু কাজ বাকি আছে। রায়হান রাফির ‘পরাণ’ ছবিটির ডাবিং কাজ এখনো বাকি। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিটি নিয়ে নেটিজেনদের মাঝে আগ্রহও আছে। এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। অন্যদিকে একই নির্মাতার ‘ইত্তেফাক’ ছবিটির শুটিং শেষ হয়নি। এ ছবিতে মিমের সাথে আছেন সিয়াম আহমেদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //