সেন্সরে আটকে গেলো ‘মেকআপ’

অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘মেকআপ’ চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

জানা যায়, চলচ্চিত্রটির বিরুদ্ধে অভিযোগ, এতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষদের অশোভনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। তাই এটি নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

এ বিষয়ে চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন জানান, তিনি এখনো নিষিদ্ধ করার লিখিত নোটিশ হাতে পাননি। তবে এমন সিদ্ধান্তের কথা শুনেছেন।

সংবাদ মাধ্যমকে খোরশেদ আলম খসরু বলেন, ‘মেকআপ’ একেবারে আমাদের ইন্ডাস্ট্রির বিরুদ্ধের একটি চলচ্চিত্র। এতে চলচ্চিত্র মানুষদের খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যা কখনও কাম্য নয় এবং প্রদর্শনের অনুপযুক্ত। তাই সেন্সর বোর্ডের সর্বসম্মতিক্রমে ‘মেকআপ’ নিষিদ্ধ করা হয়েছে। এখন পরিচালক চাইলে আপিল বিভাগে পুনরায় আবেদন করতে পারবেন।

চলচ্চিত্র অঙ্গনের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান ও নিপা আহমেদ রিয়েলি। এটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন।

অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, আমি ঢাকার বাইরে আছি। তবে শুনেছি এমন একটা সিদ্ধান্ত হয়েছে। যদি সত্যিই সেটা হয় তাহলে আমার সঙ্গে অন্যায় হবে। আমি একটা সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার আগের ও পরের ঘটনা দেখিয়েছি। কাউকে ছোট করার ইচ্ছে নিয়ে ছবি করিনি।

তবে চলচ্চিত্রটি নিষিদ্ধ হওয়ার সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সংশ্লিষ্ট অনেকেই এটি প্রত্যাহার করার কথা বলেছেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //