‘কসাই’ সিনেমার রিভিউ

আবেগআপ্লুত প্রিয়মনি, দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা

‘সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কসাই’ সিনেমার রিভিউ দেখে অঝোরে চোখ থেকে পানি গড়িয়ে গেল। হাজারও দর্শক ওটিটি প্লাটফর্ম থেকে কসাই সিনেমা দেখে আমাকে নিয়ে এত প্রশংসা লিখেছেন যা আমার কল্পনাতীত’

- এভাবেই নিজের প্রথম সিনেমার দর্শক সাড়া নিয়ে অনুভূতির কথা জানান ঢাকাই সিনেমার আলোচিত মুখ প্রিয়মনি। কৃতজ্ঞতা জানালেন দর্শকদের প্রতি।

‘কসাই’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এখানে প্রিয়মনি জুটি হয়েছেন জনপ্রিয় হিরো নিরবের বিপরীতে। ছবিটি ঈদের দিন রাত ৯টায় অনলাইন প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায়। সেখানে বেশ দর্শক সাড়া পাচ্ছে। আসছে ভালো মন্দ প্রতিক্রিয়াও। তার মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন নায়িকা প্রিয়মনির। তার সৌন্দর্যেও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অনেকে।

ঢাকাই সিনেমার আলোচিত মুখ প্রিয়মনি। ছবি: প্রিয়মনির ফেসবুক থেকে

প্রিয়মনি সেসব দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘দর্শক আমার অভিনয় নিয়ে যে প্রশংসা করলেন, সত্যিই আমি স্তব্ধ। দর্শকের কাছে ঋণি হয়ে গেলাম। সেই সঙ্গে আগামীতে আরও ভালো কাজের দায়িত্বটা বেড়ে গেল।’

নিয়মিত অভিনয় করতে চান প্রিয়মনি। সেই প্রস্তুতিও নিয়েছেন তিনি। নিজেকে তৈরি করেছেন বেশ লম্বা সময় ধরে। মডেলিং দিয়ে শোবিজে যাত্রা করা প্রিয়মনির নজর তাই সিনেমা ও ওয়েব সিরিজগুলোতে।

ঢাকাই সিনেমার আলোচিত মুখ প্রিয়মনি। ছবি: প্রিয়মনির ফেসবুক থেকে

সবার দোয়া ও সহযোগিতা চেয়ে এই নতুন নায়িকা বলেন, ‘আমি সবার কাছে সহযোগিতা চাই। এ পথচলা অনেক কঠিন। অনেকের পরামর্শ, সহযোগিতা খুব জরুরি। আমি সবাইকে পাশে চাই। হৃদয় নিংড়ানো ভালোবাসা ও কৃতজ্ঞতা আমার প্রথম সিনেমা ‘কসাই’র পরিচালক অনন্য মামুন ভাইকে। তিনিই আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। ফলে নিজেকে প্রমাণের কিছুটা চেষ্টা করতে পেরেছি।’

ঢাকাই সিনেমার আলোচিত মুখ প্রিয়মনি। ছবি: প্রিয়মনির ফেসবুক থেকে

বর্তমানে বেশকিছু ওয়েব ফিল্মের প্রস্তাব রয়েছে প্রিয়মনির কাছে। চরিত্র পছন্দ হলে শিগগিরই শুটিং করবেন। গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়ে বড় পরিসরে নিজের অভিনয়কে তুলে ধরতে চান রাজবাড়ীর মেয়ে প্রিয়মনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //