কোরবানির ঈদের পর্দাজুড়ে প্রিয়মণি

ঢাকাই সিনেমার নতুন মুখ প্রিয়মণি। তার বৃহস্পতি এখন তুঙ্গে। গত রোজার ঈদে তার অভিনীত প্রথম ছবি ‘কসাই’ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। কসাই নিয়ে দর্শকদের ভালো ফিডব্যাক পেয়েছেন তিনি। 

তখন বড়পর্দায় ছবিটি মুক্তি না পাওয়াতে মন খারাপ ছিলো তার। কিন্তু সেই মন খারাপটি এখন নেই। গতকাল স্টার সিনেপ্লেক্সে প্রথম বড় পর্দায় মুক্তি পেয়েছে তার ছবি ‘কসাই’।

এ প্রসঙ্গে প্রিয়মণি অনুভূতি প্রকাশে বলেন, ‘খুব ভালো লাগছে। পাখির মতো উড়ছি আমি। সব শিল্পীরই একটি চাওয়া থাকে বড় পর্দায় তার ছবি মুক্তি পাক। ওটিটি তে ছবিটি মুক্তি পাওয়াতে মন খারাপ ছিল। কিন্তু এখন আনন্দে আছি খুব।’


তিনি আরো বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে আগে ছবি দেখতে যেতাম। এখন সেই পর্দায় আমাকে দেখা যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জুড়ে আমার ছবির পোস্টার। আসলে অন্যরকম একটি অনুভূতি।’ 

সম্প্রতি করা বিজ্ঞাপন  প্রসঙ্গে প্রিয়মণি বলেন, ‘এবার কোরবানির ঈদ উপলক্ষে ফ্রিজের বিজ্ঞাপন করলাম। এটি আমার প্রথম বিজ্ঞাপন। ১০টি টিভি চ্যানেলে সারাদিন বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা টিভিতে প্রচারিত বিজ্ঞাপনের ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে পাঠাচ্ছে। তাদের ভালোবাসায় মুগ্ধ আমি।’ 

বিজ্ঞাপনে নিয়মিত হবার প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, ভালো বিজ্ঞাপন পেলে আমি করবো।’ 


কসাই ঈদের দ্বিতীয় দিনে একটি টিভি চ্যানেলেও দেখাবে এ প্রসঙ্গে অনুভূতি কী?  প্রশ্নের উত্তরে প্রিয়মণি বলেন, এটি আসলেই স্বপ্নের মতো।  যেখানে গত দেড় বছর ধরে বড়বড় তারকাদের অনেক ছবি আটকে আছে। সেখানে আমার প্রথম অভিনীত ছবিটি ওটিটি প্লাটফর্ম, বড় পর্দা ও ছোটপর্দাতেও দর্শকরা দেখতে পাচ্ছেন বা পাবেন। দর্শকদের একটি বড় অংশ আমার অভিনয় দেখবে। সম্ভবত আমি প্রথম অভিনেত্রী খুব কম সময়ের ব্যবধানে তিনটি মাধ্যম আমার প্রথম ছবি মুক্তি পেয়েছে ও পাবে।’ 

এবার ঈদের পরিকল্পনা কি? প্রশ্নের উত্তরে প্রিয়মণি হেসে বলেন, আমার তো গতকালকে থেকেই ঈদ শুরু হয়ে গেছে। বড় পর্দায় ঈদ উপলক্ষে ছবি মুক্তি পেল। ঈদ উপলক্ষে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দায় ছবিটি দেখা যাবে। এমন আন্দময় ঈদ আমার জীবনে আগে কখনো আসেনি। 


নতুন ছবি প্রসঙ্গে তরুণ এ নায়িকা জানান, তিনটি ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হয়ে আছে। ঈদের পর সাইনিং করলে সবকিছু জানাবো। 

পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? এই প্রসঙ্গে তিনি বলেন, ঢাকাই সিনেমার সবচেয়ে গ্রহণযোগ্য নায়িকা হিসেবে নিজেকে দেখতে চাই। 


উল্লেখ্য, কসাই সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।  এই সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন নিরব। আরো অভিনয় করেছেন- কাজী নওশাবা আহমেদ, ট্রান্সজেন্ডার তাসনুভা আনান শিশির, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও, এলিনা শাম্মি, তানজিলা হক প্রমুখ।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //