পুলিশ সদস্যদের নিয়ে চলচ্চিত্র ‘পাশে আছি’

করোনা মহামারির শুরু থেকেই জনসাধারণের কল্যাণে দিনরাত কাজ করে চলেছেন পুলিশের সদস্যরা। তারা যেমন অতন্দ্র প্রহরী হয়ে মানুষকে জীবনের নিরাপত্তা দিচ্ছেন, তেমনি সচেতন করছেন করোনাভাইরাস থেকে রক্ষার বিষয়ে। সে সব বিষয়কে উপজীব্য করে বোরহান খান ‘পাশে আছি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দায়িত্বশীল পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন রাজধানীর শের-এ বাংলা থানার পরিদর্শক আবুল কালাম আজাদ। আরো আছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। চলচ্চিত্রটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

বোরহান বলেন, ‘সম্প্রতি আগারগাঁওয়ের বিভিন্ন লোকেশনে এটি শুটিং হয়েছে। সম্পাদনাও শেষের দিকে। আশা করি, বাংলাদেশ পুলিশের নানা কাজ নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি জনগণকে সচেতন করবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু, সেটা আবারও মানুষ উপলব্ধি করবে।’

নাট্যকার অপূর্ণ জানান, বাংলাদেশ পুলিশের প্রচেষ্টা ও কিছু জনগণের অসচেতনতার চিত্র ফুটে উঠবে এ চলচ্চিত্রে। 

অভিনেত্রী শাম্মী বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সমাজ সচেতনতার জন্য একটা বার্তা আছে। তাই কাজটি খুব আগ্রহের সাথে করেছি। আর এ কাজটি করতে গিয়ে আমি প্রথমবারের মতো গাড়ি চালানো শিখেছি।’

শের-এ বাংলা থানার পরিদর্শক আজাদ বলেন, ‘জনগণকে সুরক্ষিত রাখতে আমরা পুলিশ বাহিনী সদা তৎপর। কিন্তু একটু এদিক-সেদিক হলে দিন শেষে সমস্ত দায়ভার আমাদেরই নিতে হয়। তবুও চাই দেশের জনগণ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, ভাল থাকুক। তাই তাদের জন্যই এ কাজে অংশ নেয়া।’

শিগগিরই পুলিশের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এটি প্রচার করা হবে বলে জানা যায়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //