৫ বছর পর আলোর মুখ দেখল ‘ঢাকা ড্রিম’

প্রসূন রহমানের পরিচালনায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে এর ট্রেইলার প্রকাশ করা হয়েছে। আগামী ২২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতা।

প্রসূন জানান, আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখি হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র এটি।

চলতি বছরের মার্চে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এস এম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা ও তাশফীসহ আরো অনেকে।

২০১৬ সালে প্রয়াত বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে এ ছবির কাজ শুরু হয়। টাইটেল গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি কুমার বিশ্বজিৎ এ ছবির সংগীত পরিচালনাও করেছেন। এছাড়া ছবির বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ।

মুক্তি নিয়ে জটিলতায় ছিলো ‘ঢাকা ড্রিম’। ২০২০ সালে ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে মুক্তি পেতে বিলম্ব হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //