নতুন বছরকে ঘিরে ঢাকাই সিনেমা প্রাণ ফিরে পাবে

চলতি বছর শেষ হতে আর চল্লিশ দিনেরও কম সময় আছে। এ বছর কোভিডের কারণে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি ছিল খুবই খারাপ অবস্থা। হাতে গোনা কয়েকটি নতুন ছবি মুক্তি পেলেও ব্যবসা সফল করতে পারেনি। এ বছরের সবচেয়ে বড় সাফল্য ছিল কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া বাংলাদেশের ছবি মোহাম্মদ আব্দুল্লাহ সাদের ‘রেহেনা মরিয়ম নূর’ ছবিটি। শিল্পীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, হল সংকট, বাজেটের স্বল্পতা, মহামারির কারণে চলতি বছর ঢাকাই সিনেমা ঘুরে দাঁড়াতে পারেনি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা সবাই প্রত্যাশা করছে নতুন বছরের শুরু থেকেই ঢাকাই সিনেমার প্রাণ ফিরে আসবে। 

নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেট আর তারকাসমৃদ্ধ ছবি। বছরের শুরুতেই ৭ জানুয়ারি প্রথম মুক্তি পাবে এম এ রহিম পরিচালিত ‘শান’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম, পূজা চেরী, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান, ডন। 

জানুয়ারিতেই মুক্তির তালিকায় আছে ‘মিশন এক্সট্রিম’, নতুন বছরে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর । ছবিটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। 

সোহানী হোসেন প্রযোজিত ও সুমন ওয়াজেদ পরিচালিত শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটিও নতুন বছরে মুক্তির তারিখ অচিরেই ঘোষণা করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। 

দীপংকর দীপন পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তানিয়া কবির, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক [কলকাতা], মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, নরেশ ভূঁইয়া, রওনক হাসান। 

ছবিটির প্রযোজনা সংস্থা জানায়, নতুন বছরে যে কোনো উৎসবের দিন ছবিটি মুক্তি দেওয়া হবে। 

বর্ষা, অনন্ত, কবির দোহন সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াত, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ অভিনীত দেশি-বিদেশি তারকাখচিত এবং অনন্ত জলিল পরিচালিত ‘নেত্রী দ্য লিডার’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানায় মনসুন ফিল্মস। 

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবিটিতে অভিনয় করেছেন পূজা চেরী, রোশান, সজল। নাদের খান পরিচালিত এই ছবিটি নতুন বছরে ঈদে মুক্তি দেওয়া হবে বলে জানান সংস্থার সিইও আলিমউল্লাহ খোকন। 

মোস্তাফিজুর রহমান মানিক জানান, নতুন বছরেই তার ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ এবং সাইমন ও মাহী অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবি দুটি মুক্তি পাবে। 

এস এ হক অলিক পরিচালিত শাকিব খান, পূজা চেরী, আজিজুল হাকিম অভিনীত ‘গলুই’ ছবিটিও নতুন বছরে মুক্তি পাবে বলে জানান এ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। 

এ ছাড়া ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘বিদ্রোহী’, ‘পরাণ’, ‘ক্যাসিনো’, ‘বর্ডার’, ‘মানুষের বাগান’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’, ‘কমান্ডো’, ‘সাইকো’, ‘সাহসী যোদ্ধা’, ‘তালাশ’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিগুলোও নতুন বছরের দর্শকদের উপহার দেবেন নির্মাতারা বলে জানা গেছে।া

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //