শুক্রবার ৭ হলে মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’। স্টার সিনেপ্লেক্সের চার শাখা, যমুনা ব্লগবাস্টার সিনেমাসসহ নারায়নগঞ্জের সিনেমাস্কোপ ও খুলনার লিভার্টি হলগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি।

২০১৪-১৫ সালের সরকারি অনুদানে পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক।

ছবিটির গল্প ১৯৭১ সালের। গল্পে বাংলাদেশ এক বন্দিশালা। বিহারি অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দরটি সচল করতে আর্মি আসে। পাকিস্তানি আর্মির উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। 

পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, আসনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অনন্ত মুনির অন্তু (সদ্য প্রয়াত), শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ। নূরুল আলম আতিক বলেন, আমাদের সিনেমায় মহান মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা। 

প্রযোজক মাতিয়া বানু শুকু বলেন, স্বাধীনতার ৫০ বছরে ‘লাল মোরগের ঝুঁট’ কে বলব সিনেমার মুক্তিযুদ্ধ। নির্মাণ প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতার পরও আমরা ছবিটা শেষ করেছি। বাংলাদেশের ৫০ বছর উদযাপনের এই সময়ে আমাদের নিবেদন ‘লাল মোরগের ঝুঁটি’। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //