শিমু হত্যায় সংশ্লিষ্টতা, মুখ খুললেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানো শতাধিক শিল্পীদের মধ্যে হত্যাকাণ্ডের শিকার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুও ছিলেন। এ নিয়ে বিদায়ী শিল্পী সমিতির কমিটির সাধারণ সম্পাদকের সাথে কয়েক দফায় বিবাদে জড়ান তিনি। তাই শিমু হত্যাকাণ্ডে অভিযোগের আঙুল উঠেছে বিদায়ী শিল্পী সমিতি কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের দিকে। অবশেষে এই অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জায়েদ খান।

শিমু হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) জায়েদ খান বলেন, ‘হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে। এই হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। মিথ্যাভাবে আমাকে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আমাকে চাপে ফেলার জন্য এই রাজনীতি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘শিমুর সাথে গত দুই বছরে আমার দেখা বা কথা হয়নি। আর এখন যা দেখছেন তা হলো সামনে ৩-৪ জনকে রেখে পেছনে কলকাঠি নাড়ছেন অন্য কেউ। আমি দুই টার্ম নির্বাচিত হয়েছি, আমার সাফল্য অনেকেরই পছন্দ হচ্ছে না।’

জায়েদ খান আরো বলেন, ‘শিমুর হত্যাকারীকে যদি র‍্যাব আজকে না ধরতো তাহলে আমার বিরুদ্ধে আন্দোলন হতো এফডিসিতে। আমার কি হইতো খালি চিন্তা করেন একবার! আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই র‍্যাব ও পুলিশকে।’

এর আগে, সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়।

শিমুর মরদেহ উদ্ধার করার পর পদ হারানো একাধিক শিল্পী অভিযোগ করেন হত্যাকাণ্ডের পেছনে জায়েদ খানের হাত থাকতে পারে। তবে শিমুর পরিবার বলছে, জায়েদ খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই হত্যাকাণ্ড যাতে ভিন্নখাতে প্রবাহিত করা না হয় সে কারণে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করেন শিমুর ছোট বোন ফাতিমা নিশা।

এদিকে রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জানা গেছে, ‘বর্তমান’ সিনেমার মাধ্যমে ১৯৯৮ সালে ঢালিউডে অভিষেক হয় শিমুর। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত শিমু ২০টির বেশি সিনেমায় অভিনয় করেন। তিনি কাজী হায়াত, চাষি নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টুর মতো পরিচালকদের সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ একটি বেসরকারি টিভিতে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। টুকটাক নাটকে কাজ করতেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //