শিল্পী সমিতির ভোটের ফল মিলবে কখন?

বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। অপেক্ষা ফলাফল ঘোষণার। তবে শুক্রবার দিবাগত রাত ২-৩টার আগে ফলাফল জানার কোনো সুযোগ নেই বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।

এর আগে শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সর্বশেষ ভোট প্রদান করেন অভিনেতা পীরজাদা শহীদুল হারুণ। তিনি এই নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্বও পালন করছেন। ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের কাছে তথ্যটি তিনি নিজেই নিশ্চিত করেন।

২০২২-২৪ মেয়াদের এবারের নির্বাচনে দুটি প্যানেল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একটি ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেল এবং অন্যটি মিশা সওদাগর ও জায়েদের।

বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোট ঘিরে দিনভর শিল্পীদের মেলা বসেছিল এফডিসিতে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন।

রাত সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়ে রাত ১.৩০ মিনিট নাগাদ এ প্রতিবেদন লিখা পর্যন্ত ভোট গণনা চলছে। তবে কার্যকরী পরিষদের সদস্য পদের ভোট গণনা প্রায় শেষ দিকে।

এদিকে ভোটগ্রহণ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলকে জয়ী উল্লেখ করে অভিনন্দনের হিড়িক পড়ে৷ যদিও এর পুরোটাই গুজব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //