বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ৩ ছবিতে এলিনা শাম্মী

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রী এলিনা শাম্মী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অনুপ্রেরণায় নির্মিত ‘রেডিও’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। 

ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন। এর আগে শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ ছবিতে অভিনয় করেন তিনি। চলছে মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবির কাজ। এ নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তিনটি ছবিতে যুক্ত হলেন এলিনা।

এলিনা বলেন, ছবিতে আমার চরিত্রের নাম ‘মুক্তাবানু’। আমার বিপরীতে আছেন লুৎফর রহমান জর্জ। ছবিতে আমার চরিত্রটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বেশ কষ্ট করে ঝুঁকি নিয়ে কাজ করছি। এরকম একটি ছবিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে।

এ ছবিতে আরো অভিনয় করেছেন- রিয়াজ, মম, প্রাণ রায় প্রমুখ। ২৫ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়। পদ্মানদীর পাড়ে মানিকগঞ্জের হরিরামপুরে শুটিং চলছে। শুটিংয়ের সঙ্গে সঙ্গে সম্পাদনার কাজ এগিয়ে চলছে। ৭ মার্চ ছবিটির প্রিমিয়ার হবে। এর আগে এলিনা  শেষ করেন সরকারি অনুদানে নির্মিত ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবির শুটিং। 

গাজীপুরের হোতাপাড়ায় ছবিটির শুটিং হয়। চলতি মাসে পরবর্তী লটের শুটিং হবে বলে জানা গেছে। এ ছবিতে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের নানা ঘটনা তুলে ধরা হচ্ছে।


এদিকে ৪ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে ইফতেখার শুভর ‘মুখোশ’। এ ছবিতে পরীমণি, মোশাররফ করিম, ইরেশ যাকেরের পাশাপাশি অভিনয় করেছেন এলিনা। এ ছবিতে একজন চিত্রনায়িকার চরিত্রে গ্ল্যামারাস রূপে দেখা যাবে তাকে। 

এছাড়া তিনি কাজ করছেন অপূর্ব রানার ‘জলরঙ’ ও জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ ছবিতে। শেষ করেছেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর কাজ। মুক্তির অপেক্ষায় আছে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’ ও এম সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’। তাকে শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’ ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে।

উল্লেখ্য, গত বছর রায়হান রাফি পরিচালিত ‘জানোয়ার’ ওয়েব ফিল্মের মাধ্যমে আলোচনায় আসেন এলিনা শাম্মী। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমার ব্যস্ততায় তা কমিয়ে দিয়েছেন। বিশেষ দিবসের অনুষ্ঠান উপস্থাপনা করেন একসময়ের ব্যস্ত উপস্থাপিকা এলিনা শাম্মী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //