মধ্যরাতে চিত্রনায়িকা অঞ্জনার বাসায় পুলিশ

সোনালী যুগের নায়িকা অঞ্জনা সুলতানা। দীর্ঘ সময় এই অভিনেত্রী রুপালি পর্দায় নিজের অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন। শুধু অভিনয়েই নয়, নাচের উপর অসাধারণ দখল তার। অভিনয় ও নাচে অর্জন করেছেন জাতীয় পুরস্কার। সম্প্রতি নন্দিত এই নায়িকাকে দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

গতকাল বুধবার (১১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তার বাসায় বহিরাগত একদল লোক প্রবেশের চেষ্টা করে। বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠেন এই অভিনেত্রী। তার চিৎকারে পালিয়ে যায় তারা। এরপরই তিনি ফোন করে সহযোগিতা চান উত্তর খান থানায়। এরপর সেই রাতেই তার বাসায় পুলিশ উপস্থিত হয়। বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে অঞ্জনা বলেন, ‘ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। রাত তখন আনুমানিক দুইটা। আমি ড্রইং রুমে গেলাম হঠাৎ আমার বাড়ির ছাদে মানুষের পায়ের আওয়াজ, ফিসফিস কথার শব্দ। ভয়ে গা শিউরে উঠলো। এতো রাতে ছাদে কে? আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ডাকি। আমাদের শব্দ পেয়ে ৩ তলার ছাদ বেয়ে ওরা নিচে নেমে যায়। আমি এক মুহূর্ত দেরি না করে উত্তরখান থানায় ফোন করি।সঙ্গে সঙ্গে এসআই মুশফিক ভাইসহ ৬-৭ জন পুলিশ ১০ মিনিটের মধ্য আমার বাড়িতে আসে।’

তিনি আরো বলেন, ‘বাড়ির সামনের সাইডের একটি অংশে আমার বাড়ির নির্মাণাধীন কাজের অনেক বালি রাখা ছিল। ৩ তলার ছাদ বেয়ে দুই তালার বারান্দার কার্নিশের অংশ থেকে নিচে বালিতে লাফ দিয়ে নেমেছিল তারা। বালিতে ৩-৪ জনের পায়ের ছাপ দেখেছি।’

প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘চির কৃতজ্ঞতা আপনাদের প্রতি। সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু এটা নিঃসন্দেহে আবারও প্রমাণিত হলো। আমার ড্রাইভার ছুটিতে। বাসায় একমাত্র আমি ও আমার ছেলে। দারোয়ানও আজ বৃষ্টির জন্য আসতে পারেনি। হয়তো কেউ এই সুযোগটাই খুঁজছিল ক্ষতি করার জন্য।’

অভিনয় ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত এই অভিনেত্রী রাজনীতিতেও বেশ সক্রিয়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //