ভারতীয় হাইকমিশনারের সাথে শাকিব খানের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এসময় দুজনের মধ্যে চলচ্চিত্র, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে কথা হয়।

গতকাল রবিবার (২৮ আগস্ট) শাকিব খান ভারতীয় হাইকমিশনারের সাথে দেখা করেন বলে নিজেই জানিয়েছেন।

আজ সোমবার (২৯ আগস্ট) সেই সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন তিনি। ছবিতে বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে উচ্ছ্বসিত শাকিব খানকে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে এই নায়ক লেখেন, ‘ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল গতকাল (রোববার), ঢাকায় নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত জনাব বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সৌজন্যমূলক সেই সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।’

প্রসঙ্গত, দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। এসময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেছিল শত শত ভক্ত। তখন তিনি সাংবাদিকদের বলেছিলন, বড় বড় অনেক খবর অপেক্ষা করছে, যা তিনি ধীরে ধীরে প্রকাশ করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //