অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা হাসপাতালে

ঢালিউডের সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আগামীকাল ১৬ ডিসেম্বর থেকে কলকাতায় চঞ্চল চৌধুরীর সিনেমা ‘হাওয়া’ দেখানো শুরু হবে। এজন্য আজ বুধবার (১৬ ডিসেম্বর) কলকাতায় যাওয়ার কথা ছিল তার। এর আগেই বাবার অসুস্থতার খবর এলো।

ছবির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতার বাবা ৯০ ছুঁইছুঁই। বাবাকে ছেড়ে ছবির প্রচারে তাই আসতে পারেননি চঞ্চল।

কিছুদিন আগেই ব্লকবাস্টার হিট সিরিজ ‘কারাগার ২’-এর প্রচারে কলকাতায় গিয়েছিলেন তিনি। ২৩ ডিসেম্বর হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখানো হবে দ্বিতীয় সিজন।

সিরিজের ট্রেলার বলছে, প্রথম সিরিজে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার খুনি হিসেবে রহস্য ছড়িয়েছেন চঞ্চল। নতুন সিরিজে তিনি দ্বৈত ভূমিকায়।

গত মাসে কলকাতায় বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ প্রদর্শিত হয়। ওই সময় সেটি ব্যাপক আলোচিত হয়েছিল। এরই জেরে দর্শকদের দাবি ছিল কলকাতায় ফের যাতে ছবিটি দেখানো হয়। এজন্যই ছবি-মুক্তি দেওয়া হবে সেখানে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //