নতুন মিশনে নেমেছেন দীঘি

ঢালিউডের উঠতি নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কখনো সিনেমা নিয়ে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই ট্রোলের শিকার হোন তিনি।

 প্রার্থনা ফারদিন দীঘি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রের পথে হাঁটা শুরু প্রার্থনা ফারদিন দীঘির। 'কাবুলিওয়ালা', 'এক টাকার বউ', 'চাচ্চু আমার চাচ্চু' সিনেমায় তার মিষ্টি হাসি ও দুর্দান্ত অভিনয় দর্শকের মন কাড়ে। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ অভিনেত্রী। 

 প্রার্থনা ফারদিন দীঘি।

নতুন মিশনে নেমেছেন অভিনেত্রী দীঘি, সেটা দুই মাস আগে। এ দুই মাসে ওজন কমিয়েছেন ছয় কেজি। নিজেকে ঝরঝরে করার প্রস্তুতি নিয়ে ভালোমতোই নেমেছেন। আরো দুই কেজি কমাবেন। এরপর নিজের লক্ষ্য পূরণ হবে অভিনেত্রীর। 

 প্রার্থনা ফারদিন দীঘি।

গণমাধ্যমে অভিনেত্রী জানান, ‘নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার। গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব।’ 

 প্রার্থনা ফারদিন দীঘি।

কিছুদিন আগেই সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন দীঘি- এমনটাই জানিয়ে বলেছিলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’ আর এই দুঃখ থেকেই নিজে উঠে দাঁড়াতে চাইছেন কিনা- সে প্রসঙ্গে কিছু বলছেন না। তবে এখন আগে লক্ষ্য পূরণ করতে চান, তারপর সব প্রশ্নের উত্তর দেবেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

 প্রার্থনা ফারদিন দীঘি। 

সম্প্রতি তিনি যশ রোহানের বিপরীতে 'ফেরা' ওয়েবফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন।

এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব এ নেশন'-এ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //