সরকারি অনুদানে নির্মিত পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' মুক্তি পেতে চলেছে আগামী ২০ জানুয়ারি। বর্তমানে প্রচারণা করতে ব্যস্ততায় দিন পার করছেন সিনেমাটির টিম মেম্বাররা।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিএফ শাহীন কলেজে সিনেমাটির প্রচারণার ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে পরীমনি লিখেছেন, 'শুভ সকাল!'
পোস্টে তিনি আরও লিখেছেন, 'আমাদের "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন"র প্রধান দর্শকেরা, অনেক ভালোবাসা আপনাদের জন্যে। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।'
'শিশুতোষ চলচ্চিত্র "অ্যাডভেঞ্চার অব সুন্দরবন"। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা "রাতুলের দিন, রাতুলের রাত" উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।'
গতকাল 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমার দ্বিতীয় গান 'সারেং ছাড়া জাহাজ চলে' প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। এতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল এবং সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।
এই সিনেমায় পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু ও আশীষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh