গত বছরের শেষ প্রান্তে এসে রাজের সঙ্গে বিচ্ছেদের আভাস দেন পরীমণি। সামাজিক মাধ্যমে কয়েক দফা পোস্টের পর রক্তমাখা বালিশ- চাদরের ছবি দেন তিনি। ছবিটি দেখে অনেকেই ভেবেছিলেন রাজ মেরে রক্তাক্ত করেছেন পরীকে; কিন্তু এবার জানা গেল আসল ঘটনা।
আসলে ওই রক্ত রাজের ছিল, পরীমণির না। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন রাজ যে বাড়ি থাকেন তার ম্যানেজার।
সেদিনের ওই রক্ত পরীমণির না উল্লেখ করে তিনি বলেন, ‘অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’
মধ্যবয়স্ক ওই ম্যানেজারের কাছে আরও বিস্তারিত জানতে চাওয়া হলে রেগে গিয়ে তিনি বলেন, ‘এত কিছু বলতে পারব না। এটা বলা কি আমার দায়িত্ব? একটু শান্ত হয়ে আবার তিনি বলেন, ‘ফ্ল্যাটগুলো দেখভাল করছি অনেক দিন। প্রতিদিনই তাদের (রাজ-পরী) সঙ্গে দেখা হয়।’
রাজ-পরীর মাঝে কী এমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, এটি তেমনই। অনেক মিলতালও দেখি তাদের মধ্যে। হঠাৎ করে কী যে হলো, বুঝতে পারলাম না!’
গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পরীমণি শরীফুল রাজ বিচ্ছেদ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh