আজ মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সিনেপ্লেক্সসহ দেশের ১০টি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। 

চলচ্চিত্রটির নির্মাতা প্রদীপ ঘোষ এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের পোস্টার। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্য সেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু।

বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রে নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। 

‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

সিনেমাটির মুক্তি নিয়ে প্রদীপ ঘোষ বলেন, ‘আমরা প্রথমে সব মাল্টিপ্লেক্সের পাশাপাশি প্রযুক্তির দিক দিয়ে উন্নত হলগুলোতে মুক্তি দিচ্ছি। আমাদের প্রাথমিক টার্গেট শিক্ষার্থীরা। প্রীতিলতার দেশপ্রেম ও চিন্তা-চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য হাতেগোনা কয়েকটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //