অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৬ পিএম
শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার আফতাবনগরে “আগুন” সিনেমার শুটিং চলছিল। আর সেই শুটিংয়ে মারপিটের দৃশ্য ধারণের একপর্যায়ে আহত হন তিনি।
ইউনিট-সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানা গেছে, মারপিটের কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারও পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। জাম্প স্প্রিং যে মরিচা পড়া, এটা কেউই খেয়াল করেনি। লাফ দিতে গিয়েই আহত হোন শাকিব। এমন অবস্থাতেও শুটিং করেন তিনি। শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শাকিব খানকে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং স্থগিত করা হয়েছে।
শাকিবের পরিবারের পক্ষে তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ জানান, চিকিৎসক এক্স-রে রিপোর্ট দেখে জানান, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।
শাকিব খান সংবাদমাধ্যমে বলেন, “আমি এখন বাসায় আছি। চিকিৎসক কয়েক দিন পূর্ণবিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।”
প্রসঙ্গত, “আগুন” ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম। আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শাকিব খান ঢাকাই সিনেমা শুটিং বদিউল আলম
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh